"শাকে শাক গুদে মুলা"
কালা দাদার বাড়ীর লাগোয়া পালানে শীতকালীন শাক সবজীর চাষ করেন,
এবার দাদা মুলার চাষ করেছেন, জমির
আনুমানিক হারের চাইতে বীচ বেশী বুনার কারনে, বারো দিনেই শাক এর বাড়বাড়ন্তে ঘনত্বের জন্যে কিছু তুলে ফেলার কাজ করছেন। তা না হলে মুলা বড় হবে না, পাশ দিয়ে যাওয়ার সময় দাদাকে বললাম, দাদা আর কয়েকদিন আগে উঠালে তো শাকটাই ভালো হতো, দাদাজান বললো নারে ভাই এখনই ভালো হয়েছে, তুমি কিছু নিয়ে যাও "শাকে শাক গুদেমুলা" আমি ভাবলাম দাদা নাতী সম্পর্কীয় তো তাই এ রশিকতা, পরে দেখলাম,উনি বোঝাতে চেয়েছেন শাক ও খেতে পারবে আর ছোট্ট আকারে মুলা হয়েছে তাও তরকারী হিসেবে খেতে পারবে।
কথাটা সুনলে যে কোন লোকই অন্যভাবে নিবে, "শাকে শাক গুদে মুলা"
তা দাদাজান আপনার ঐ জমি সংক্রান্ত মামলার কি হলো, আর বইলো না দাদা, "পাছা মারা ডাজ নট গো টু হাই কোর্ট " আমি তো থ মেরে গেলাম, দাদা যে ইংরেজী বললো তার কোন মাথামুন্ড না পেয়ে, দাদাকে বললাম দাদাজান মামলাটা হাইকোর্ট করতে হয়েছে বুঝি, আরে নারে ভাই, মারা পাছা হাইকোর্ট করলে ও ফেরত পাওয়া যায় না।
কথাটার ইংরেজিতে মনের দুঃখে বলেছিরে ভাই, "মারা পাছা ডাজ নট গো টু হাইকোট"
অযাচিত কথার জন্যে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, ধন্যবাদ।
লেখক-
সাংবাদিক ও কলামিস্ট
শহিদুল ইসলাম
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]