রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
কালীগঞ্জে মাছ ধরার জালে আটকে ২ টি বিলুপ্তপ্রায় প্রাণীর মৃত্যু
সম্রাট শাহ্ খুলনা ব্যুরো চীফ-ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ ঝিনাইদহের কালীগঞ্জে একই সাথে দুটি বিলুপ্তপ্রায় প্রাণী আটক হয়েছে। বৃহস্পতিবার কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা মিশনের মাঠ থেকে প্রাণী দুটি আটক হয়। ওই মাঠের সবুজের মাছ ধরার জালে প্রাণী দুটি আটকা পড়ে। এরমধ্যে একটি মৃত ও অন্যটির অবস্থাও গুরুতর ছিল। স্থানীয়দের ভাষ্য, এ জাতীয় প্রাণী, বনবিড়ালের মত দেখতে। কিন্ত মুখটা লম্বা ইঁদুরের মত। তবে দাঁত ধারালো এবং চোখের পলকে গাছে উঠতে পারে। সারা শরীরে বাঘের মত ডোরা কাটা দাগ আছে। আগে গ্রামাঞ্চালে সচরাচরই দেখা যেতো। কিন্ত এখন এগুলো বিলুপ্তপ্রায়। ফলে বৃহস্পতিবার ভোরে প্রানী দুটি দেখতে মানুষ ভীড় জমায়। ফয়লা গ্রামের রিপন হোসেন জানান, তাদের গ্রামের মিশনের কাছের মাঠে ওই গ্রামের সবুজ মাছ ধরার জন্য ধানের ক্ষেতের মধ্যে রাতে জাল পেতে রাখে। ভোরের দিকে জাল তুলতে গিয়ে দেখে এ জাতীয় দুটি প্রানী জালে আটকে আছে। এরমধ্যে একটি মৃত অন্যটির অবস্থাও খারাপ ছিল। এরপর তারা জীবিতটাকে সুস্থ করতে চেষ্টা চালায়। কিন্ত কিছুক্ষন পরেই এটিও মারা যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.