মোঃমুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে নগদ ৭৬ হাজার টাকা জরিমানা ও একটি ফিলিং ষ্টেশন বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল (৬ জুন সোমবার) বিকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শাহিনা আক্তার কালীগঞ্জ বাজারে অবস্থিত সৌরভ জুয়েলার্সে, পিএইচ জুয়েলার্স, মাতৃ জুয়েলার্স ও উওরা বিজয় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ সময় স্বর্ণের দোকানে গ্রাম হিসেবে স্বর্ণ বিক্রি না করে ভরি হিসেবে বিক্রি করায় শুক রঞ্জন ভৌমিক এর সৌরভ জুয়েলার্সকে ১০ হাজার টাকা, পিএইচ জুয়েলার্সকে ৮ হাজার টাকা ও মাতৃ জুয়েলার্সকে ৮ হাজার টাকা এবং মাপে তৈল কম দেওয়ার অভিযোগে উওরা বিজয় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ফিলিং ষ্টেশনে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ফিলিং ষ্টেশন বন্ধ করে দেয়।মোবাইল কোর্ট পরিচালনার সময় কালীগঞ্জ থানার এস আই মো. এমদাদুল হক উপস্থিত ছিলেন।