শেখ ইমরান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর (রবিবার) দুপুর১:১৫ সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে সাজাইল ইউনিয়নের মাজড়া(হাসান ব্রিকস) ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেতু ডিলাক্স(ঢাকা মেট্রো-ব ১৫-২১৩৮) বাসটি কাশিয়ানী উপজেলার মাজড়া ইটভাটার কাছে আসলে বাসটির সামনের টায়ার ফেটে যায় ও বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঠালে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের ড্রাইভারসহ সমস্ত যাত্রী বাসের ভিতর আটকাপড়লে দ্রুত কাশিয়ানী ফায়ার সার্ভিসকে জানানো হয়।খবর পেয়ে কাশিয়ানী ফায়ারসার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি বিবেচনা করে নিকটস্থ মুকসুদপুর ফায়ারসার্ভিসকে জানান। পরে কাশিয়ানী ফায়ারসার্ভিস ও মুকসুদপুর ফায়ারসার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। পরে কাশিয়ানী থানা পুলিশ ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হন।ফায়ারসার্ভিসের ২টি ইউনিট আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদানকরেন এবং আশঙ্কাজনকদের ফায়ারসার্ভিসের গাড়ীতে করে মুকসুদপুর ও কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রেরণ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]