ইমরান শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমি ও গৃহ হস্তান্তর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারা বাংলাদেশের ন্যায় ৩২ হাজার ৯০৪ টি গৃহহীন ও ভূমিহীন দেরকে ২শতাংশ জমি এবং একটি দুই রুম বিশিষ্ট সম্পুর্ণ তৈরি একটি করে ঘর উপহার দিয়েছেন।
তারই ধারাবাহিকতা অনুযায়ী কাশিয়ানী উপজেলায় ৪৮টি কালার টিন সেট পাঁকা মেঝের ও ইটের গাথনিঘর অসহায় গরীব গৃহহীন ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন।
এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা(Uno) মোঃ মেহেদী হাসান এই উপহার তুলেদেন।
পাশাপাশি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে কার্যক্রমে আছেন কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা মোঃ মিরান হোসেন মিরাজ এবং উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোরশেদুল ইসলাম (সহ কমিশনার ভূমি কাশিয়ানী)।
আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান (মাসুদ) উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম,
উপস্থিত ছিলেন কশিয়ানী সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আলী খোকন সিকদার, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা সহ কাশিয়ানী উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা।