ফাইজার-বায়োএনটেক-এর করোনাভাইরাসের টিকা ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছে ব্রিটেন।
ব্রিটেনের ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত পণ্য নিয়ন্ত্রক সংস্থার প্রধান জুন রায়ান গতকাল শুক্রবার বলেছেন, ১২-১৫ বছর বয়সীদের দেহে যত্ন নিয়ে পরীক্ষা করে দেখেছি, তাদের দেহে ফাইজারের টিকা পুরোপুরি নিরাপদ।
যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বিধি এবং মান অনুযায়ী ফাইজারের টিকার পরীক্ষা হয়েছিল বলেও জানান তিনি।
এর আগে গত সপ্তাহে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট জানিয়েছিল, করোনায় ভারতের ধরন প্রতিরোধের ক্ষেত্রে বেশি উপযোগী ফাইজারের টিকা।
ফাইজারের টিকা নেওয়া ব্যক্তিদের শরীরে ভারতীয় ভেরিয়ান্ট প্রতিরোধের যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে বলেও পাস্তুরের গবেষকেরা জানিয়েছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]