রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
কুড়িগ্রামের রৌমারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ইউনুছ (কুড়িগ্রাম) জেলাপ্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের রৌমারীতে চলতি অর্থ বছরের ২০২১-২০২২ রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বর থেকে এসব বিতরণ করা হয়।উপজেলা কৃষি কর্মকতার্ আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রথম পর্যায় ১ হাজার ৪৭০ জনকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি রাসায়নিক সার, ১০ কেজি এমওপি ও ৪ শ’জনকে ৮ কেজি খেসারী বীজ, রাসায়নিক সার ডিএপি ১০ কেজি,এমওপি ৫ কেজি করে প্রতিজন কৃষকের মাঝে বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়, ২হাজার ১৩০জনকে, গম, ভুট্টা, পিয়াজ, চিনা বাদাম, সূর্যমুখী, মুসুর ও মুগ ডালের বীজ বিতরণ করা হবে।এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান, শেখ আব্দুল্ল্যাহ, রৌমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল ইমরান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ হোসেন, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের প্রমূখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.