রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন পালিত
ইউনুছ (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কুষক, ক্ষেতমুজুর, ভূমিহীন, গ্রামীণ জনগণকে টিকা দেওয়া, টিকা নেওয়ার হয়রানি, উৎপাদন খরচের বাড়তি চল্লিশ শতাংশ যুক্ত করা, কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, ফড়িয়া, মধ্যস্বত্ত্বভোগী, মিল মালিকদের দৌরাত্ব বন্ধ করা ও কৃষি উপকরণের দাম কমানোসহ বিভিন্ন দাবী তুলে ধরে এক মানববন্ধন পালন করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) বেলা ৩ টার দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ডিসি রাস্তায় এই মানববন্ধন পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন বাসদ উপজেলা শাখার সদস্য সচিব ও কৃষক সংগ্রাম পরিষদের সংগঠক শেখ আব্দুল খালেক, দঁাতভাঙ্গা ইউনিয়ন শাখার কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ। সঞ্চলনায় ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা শিমুল আহমেদ শাকিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.