ইউনুছ (কুড়িগ্রাম) জেলাপ্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৫ দফা দাবিতে পথসভা ও স্মারকলিপি পেশ করেছেন উপজেলা রিকশা, ব্যাটারী চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। সোমবার( ১১ অক্টোবর )দুপুর ১২টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের উপজেলা গেইটের সামনে ঘন্টাব্যাপি এক পথসভা করেন। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তার হাতে এ স্মারকলিপি তুলে দেন তারা।পাঁচ দফা দাবিগুলো হচ্ছে-ব্যাটারী চালিত যানবাহনের জন্য নীতিমালা প্রণয়নের কমিটিতে ব্যাটারী রিকশা এবং ইজিবাইককে অন্র্Íরভুক্ত করা, কাঠামোগত ত্রুটি দূর করে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা, যে কোনো বড় সড়কে প্বার্শ রাস্তা নির্মাণ করে সড়কে ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহন করা, ব্যাটারী চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করে বিভিন্ন মহলের চাঁদাবাজি বন্ধ করা ও চালকদের সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে এবং মেকানিকদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা।এ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য এক পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, রৌমারী উপজেলা বাসদের সদস্য সচিব শেখ মো. আব্দুল খালেক, বিশেষ অতিথি রৌমারী উপজেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ. ছাত্রফ্রন্ট নেতা শিমুল আহমেদ শাকিল, ব্যাটারী চালিত ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতা শাহের আলী ও আকবর হোসেন প্রমুখ।#
১৭ views