রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ জমি কিনে বিপাকে পড়েছেন ৫টি অসহায় পরিবার। কথিত সামছুল হকের মিথ্যা মামলায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কলকিহারা গ্রামে।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত আড়াই বছর আগে আমিনুল ইসলামের ছেলে ফারুক মিয়া, তারা মিয়া, সুমন মিয়া, রেখা বেগমগং একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আবু তাহের ও আব্দুল মান্নান এর কাছ থেকে আরএস খতিয়ানভুক্ত ১৩৯৬৯ দাগে ৫০ শতক জমি দলিল মুলে ক্রয় করেন। যার দলিল নং ১১৭৫/২০। এর আগে পূর্ব মালিক ছাত্তারের কাছ থেকে ভূমিদস্যু আব্দুস সালাম নামের এক জায়াতের নেতা ওই জমিটি ক্রয় করেন এবং জমিটি দখলে রাখেন। যার কোন কাগজপত্রাদি নেই। পরবর্তীতে পূর্ব মালিকের অংশীদার সালামের নামে কাগজপত্র না থাকায় ওই জমিটি ফিরিয়ে নেন। পরে ২০২০ সালে ফারুক ও তারা মিয়াগং এর কাছে ৫০ শতক জমি বিক্রয় করে দেন। আব্দুস সালাম জমিটি না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে বর্তমান জমিটির ভোগদখলকারীদের নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেন। এতে ওই পরিবারটি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারটি সঠিক বিচারের দাবীতে সংবাদ সম্মেলনও করেছেন। বর্তমান পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছেন।