মিন্টু মিয়া, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিয়াই-বিয়াইনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে অংশগ্রহণ করেছিলেন রৌমারী থানার এসআই এনামুল হক,এসআই ফিরোজ মিয়া, এসআই নাহার বানু, এএসআই রহমত আলী, কনস্টেবল মোখলেছুর রহমানসহ পুলিশের একটি দল।আটককৃতরা হলেন, উপজেলার খাটিয়ামারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ফকির ওরফে জাহের আলী ও তার বিয়াইন রতনপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী রাশেদা বেগম। আটক হওয়া ব্যক্তিরা হলেন আত্বীয় সম্পর্কে বিয়াই ও বিয়াইন।রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার জানান, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত ভারতীয় ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিল। গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে রতনপুরগ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ফকিরের বিরুদ্ধে এর আগেও রৌমারী থানায় ৬টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে রয়েছেন।