ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। গতকাল (রবিবার ২৬ মার্চ ) দিবসটি পালন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী (ভার:), উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, এএসপি রৌমারী সার্কেল সোহেল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার প্রমূখ। একই ভাবে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করা হয়। পরে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি মুক্তযোদ্ধা গ্যালারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেন। সূর্যদয়ের সাথে সাথে পূস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা, জাতীয় পার্টি, যু্ব সংহতী, সশ্বস্ত্র বাহিনী, সিডিপি, মটর মালিক সমিতি, গণ উন্নয়ন কেন্দ্র, স্বেচ্ছাসেবক, সাব-রেজিস্ট্রার, বাংলাদেশ প্রেসক্লাব, রৌমারী প্রেসক্লাব, পল্লি বিদ্যুত কার্যালয়, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল, মর্নিংসান কিন্ডার গার্টেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করেন।