রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
কুমিল্লার মনোহরগঞ্জে ৩৮৮ কেজি মাছের পোনা অবমুক্ত
এম নুরুননবী চৌধুরী সেলিম, কুমিল্লা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে ৩৮৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মনোহরগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ দিনব্যাপি উপজেলার বিভিন্ন সরকারি পুকুর, জলাশয়, প্রাতিষ্ঠানিক জলাশয়, নদী-নালাসহ প্লাবনভূমিতে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করা হয়।মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, মনোহরগঞ্জ উপজেলা মৎস্য কর্মর্তা মোঃ তৌহিদ হাসান, লাকসাম মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যাবস্থাপক মোঃ তাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন, মনোহরগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি এস এম শেখ কামাল, মৎস্য অবমুক্তকরণ প্রকল্পের তদারকি কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহŸায়ক দেওয়ান জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া।এ সময় উপজেলা মৎস্য দপ্তর সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.