মেহেদী হাসান রিয়াদ; কুমিল্লা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করতেপুলিশসুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার)এরনির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযানে মোঃশহিদ(৪৮) নামে এক চিহ্নিত মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানাপুলিশ।শুক্রবার রাতে রসূলপুর মধ্যপাড়া সাহেবআলী হাজীবাড়ী থেকে তাকে গ্রেফতারএর সময় তার বসতঘরের ধানের গোলারভিতর থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায়৬’শ গ্রামগাঁজা উদ্ধার করাহয়।গ্রেফতারকৃত মোঃশহিদ(৪৮)উপজেলার রসূলপুর গ্রামের মৃত আশ্রাবআলী ওরফে আচুমিয়ার ছেলে। এবিষয়ে দেবিদ্বার থানার পুলিশপরিদর্শক (তদন্ত) জনাব মোঃছমিউদ্দিন জানান, কুমিল্লা জেলা পুলিশসুপারের নির্দেশে দেবিদ্বার থানাকে মাদকমুক্ত করতে কাজ করেযাচ্ছি। গতকা লরাতে দেবিদ্বার থানাদীন রসূলপুর এলাকায় দীর্ঘদিন মাদকব্যবসা করেআসছে এমনএকটি গোপনসংবাদ পাই। পরে দেবিদ্বার থানায় কর্তব্যরত এসআই মোঃওমরফারুক,এএসআই মোঃগিয়াসউদ্দিন সঙ্গীয় ফোর্স সেখানেগিয়ে এলাকায় বসতঘরের ধানের গোলারভিতর থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদকব্যবসায়ী মোঃশহিদ মিয়া(৪৮)কে গ্রেফতারকরে।পরেদেবিদ্বার থানায় মাদকমামলা রুজুকরে আদালতে প্রেরনকরাহয়। চিহ্নিত মাদকব্যবসায়ী মোঃশহিদ এরবিরুদ্ধে দেবিদ্বার থানাসহ পার্শ্ববর্তী থানায় একাধিক মাদক মামলারয়েছে।এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছেবলেও তিনিজানান।