মেহেদী হাসান রিয়াদ, কুমিল্লা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
অননুমোদিত ও অবৈধভাবে নকল ও ভেজাল ডিজেল, মবিল ও নকল বিটুমিন তৈরী এবং বাজারজাত করনের গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় “মেসার্স আলম এন্ড কোম্পানী তে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে দেড় বছরের কারাদন্ড প্রদান করেন।
অভিযানে আটককৃত জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের আলম মিয়ার ছেলে মোঃ আব্দুল মান্নান (৪৮)কে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং নাঙ্গলকোট উপজেলার মোঃ মোস্তফা এর ছেলে মোঃ ফোরকান মাহমুদ (২৩)কে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বুধবার (১৬ জুন) দুপুরে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করেন র্যাবের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মঞ্জুরুল হক। অভিযানে সহায়তা করে র্যাব-১১, সিপিসি-২।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় “মেসার্স আলম এন্ড কোম্পানী”তে অননুমোদিত ও অবৈধভাবে নকল ও ভেজাল ডিজেল, মবিল ও নকল বিটুমিন তৈরী এবং বাজারজাত করনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত প্রতিষ্ঠানটি ব্যবহৃত পুরাতন মবিল ব্লিচিং পাউডার ও সালফিউরিক এসিড দ্বারা অননুমোদিত ও অবৈধভাবে পরিশোধন করে নকল ও ভেজাল ডিজেল, মবিল উৎপাদন করে বাজারজাত করত। মবিল পরিশোধনের বর্জ্য নকল বিটুমিন হিসেবে অসাধু ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করত বলে জানা যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]