মেহেদী হাসান রিয়াদ,কুমিল্লা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ কুমিল্লার ব্রাহ্মনপাড়ায় জেলামৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ও প্রশিক্ষণ প্রাপ্ত জেলেদের বিকল্প কর্মসংস্থান এর উপকরন হিসাবে সেলাইমেশিন, আয়রন ও চেয়ার বিতরণ করাহয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ে এই উপকরণ সামগ্রী বিতরণ করাহয়।উপজেলা মৎস্য কর্মকর্তা জয়বণিক এর সভাপতিত্বে প্রধানঅতিথি হিসাবে জেলেদের মাঝে এসব উপকরন সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।মৎস্য কর্মকর্তা জয়বণিক বলেন, জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসাবে সরকার প্রত্যেক উপজেলার অংশ হিসাবে ব্রাহ্মণপাড়া উপজেলায় মৎস্য প্রকল্পের আওতায় নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জনসহ এই প্রকল্পের আওতায় এখন পর্যন্তপ্রায় এক হাজার জেলেদের মাঝে এসব উপকরন সামগ্রী বিতরণ করাহয়েছে। পর্য্যায়ক্রমে উপজেলার প্রত্যেক ইউনিয়ন জেলেদেরকে এই প্রকল্পের আওতায় এনেনিবন্ধিত করে তাদেরপ্র শিক্ষনের ব্যবস্থা করেজীবন ও জীবিকা নির্বাহকরার বিকল্পব্যবস্থা হিসাবে তাদেরকে এসবসামগ্রী দেওয়াহবে।এসময় উপজেলার মৎস্য কার্য্যালয়ের সকলকর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]