মেহেদীহাসানরিয়াদ;কুমিল্লাপ্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার লাকসামে ৯৯৯-এ কল পেয়ে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেডউদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৬মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকেউপজেলার ডুরিয়াবিষ্ণুপুর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করাহয়। সহকারী পুলিশসুপার (লাকসামসার্কেল) মহিতুল ইসলাম জানান, লাকসাম পৌরএলাকার ডুরিয়াবিষ্ণুপুরে দিঘী খনন করারসময় একটি গ্রেনেড দেখতে পায়। পরে স্থানীরা ৯৯৯-এ কল করলে পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায়নিয়েআসে। ধারণা করাহচ্ছে গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা বাংলাদেশের স্বাধীনযুদ্ধের সময় অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।গ্রেনেডটি বিস্ফোরণ ঘটানোর জন্য সেনাবাহিনীর গ্রেনেড বিশেষজ্ঞ দলকে খবর দেওয়াহয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]