নবুর নবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ দীর্ঘ দুই বছর পর ঈদের জামাত একত্র হতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেছে হাজার হাজার মুসল্লী। ২০১৯ সাল থেকে মহামারী করোনা পরিস্থিতির কারনে সরকারি নির্দেশনা মেনে দক্ষিণ কুমিল্লার সর্ববৃহৎ এ জামাতে মুসল্লীদের সমাগম সংক্ষিপ্ত করে পরিচালনা কমিটি। এ বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঐতিহাসিক এ বৃহৎ জামাতে অংশগ্রহণ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন মুসল্লীরা।
বর্তমানে বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার মুসল্লীর জন্য জায়গার সংকোলান করতে হিমসিম খেতে হয় পরিচালনা কমিটির সদস্যদের।
জামাত পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মফিজুর রহমান ঈদগাহ্ প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্লিষ্ট সকলকে স্মরন করেন এবং দোয়া কামনা করেন। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কামনা করেন কুমিল্লা ৯ সংসদীয় আসনের মাননীয় সাংসদ এলজিআরডি মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলামের প্রতি। যিনি এই ঈদগাহ ময়দান সংস্কারের জন্য সবসময়ই আর্থিক অনুদান এবং পরামর্শ দিয়ে থাকেন এবং সার্বিক খোজ খবর নেন। সেই ধারাবাহিকতায় বিগত অর্থ বছরেও এ যাবৎ কালের সর্ববৃহৎ বরাদ্দ দিয়েছেন যার মাধ্যমে ঈদগাহের মাঠে ৬ কাতার নামাজের স্থান ও বাউন্ডারি ওয়াল নির্মান করা হয়েছে, এছাড়াও বাকী কাজগুলো সমাপ্ত করার জন্য সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপস্থিত মুসল্লীদের শুভেচ্ছা জানিয়ে বিগত বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জনাব আলহাজ্ব আঃ গনি পাটোয়ারী। কোষাধ্যক্ষ জনাব শহিদুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় হাদিস কোরআনের ভিত্তিতে ইসলামে জীবন মান নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন মাওলানা এম এ ফিরোজ। বৃহৎ এ জামাতে ইমামতি করেন সাবেক খতিব মাওঃ সাইফুদ্দিন আমিনীর সুযোগ্য উত্তরসূরী হাফেজ মাওঃ মাসুম আমিনী।
পরিচালনা কমিটির সন্মানিত সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও জামাল আহমেদ এরসার্বিক তত্বাবধানে বৃহৎ এ জামাতে মুসলিম জাহানের সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রবিন আলেমেদ্বীন ও ঈদগাহের বর্তমান খতিব আলহাজ্ব হযরত মাওলানা সাইফুদ্দিন আহমেদ
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]