হাফিজুর রহমান কুষ্টিয়া জেলা প্র্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক চেয়ারম্যান প্রার্থীসহ অন্ততপক্ষে ৩০জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা বারোটার দিকে ও ইইউনিয়নের দোস্ত পাড়াবাজারে এঘটনা ঘটে।এঘটনায় আহত স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির এর সমর্থকরা কুষ্টিয়া -চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন সমর্থকক সঙ্গেনিয়ে মিন্টু ফকির মোটরসাইকেল যোগে নির্বাচনী প্রচারণায় বেরিয়ে ছিলেন।তিনি দোস্ত পাড়া বাজারে পৌঁছলে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোমিন মন্ডলের সমর্থকরা তার ওপর হামলা চালায়। এতে প্রার্থী মিন্টু ফকিরসহ বেশ কয়েক জন আহত হন।এখবর ছড়িয়ে পড়লে মিন্টু ফকিরের সমর্থকদের সাথে মোমিন মন্ডলের সমর্থকদের সংঘর্ষ বেধেযায়।এক পর্যায়ে মিন্টু ফকিরের সমর্থকদের তাড়াখেয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোমিন মন্ডলের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন।মিন্টু ফকিরের সর্মথকরা অভিযোগ করেন সংঘর্ষের সময় মোমিন মন্ডলের সমর্থকরা বেশকয়েক রাউন্ড গুলি বর্ষণকরে। চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরের কয়েক শত সমর্থক লাঠি সোটা নিয়ে কুষ্টিয়া- চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজা নগর থেকে দেশের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চাল বোঝাই ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকাপড়ে। প্রায় দুইঘন্টা পর পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দিলেপুনরায় যান চলাচল শুরু হয়।এসময় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।