হাফিজুররহমান,কুষ্টিয়াজেলাপ্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ জাল সার্টিফিকেট তৈরি করে চিকিৎসক সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অপরাধে এম কে এইচ খান বিজয় নামে এক ভুয়া চিকিৎসকে ২ বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে সহযোগিতা করার অপরাধে কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালের মালিক সাইদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতঅভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।
তিনি জানান, এম কে এইচ খান বিজয় নামের ওই ভুয়া ব্যক্তি চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে অপারেশনসহ চিকিৎসার নামে সাধারণ মানুষজনের সঙ্গ প্রতারণা করে আসছিলেন।
পরে মোবাইল কোটের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ এর এক ধারায় ভুয়া ডাক্তার এম কে এইচ খান বিজয়কে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে ডাক্তার কে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে মালিক সাইদুল ইসলামকে একইআইনের ২৮-২ উপধারায় ১ লক্ষ টাকা জরিমানা অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]