হাফিজুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর কারনে ৫ রেস্টুরেন্ট মালিক কে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সকাল থেকে র্যাব ১২ কুষ্টিয়া এই অভিযান পরিচালনা করে। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত কুষ্টিয়া শহরের মৌবন রেস্টুরেন্টকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা, নবাব বিরিয়ানি হাউজকে ১০হাজার টাকা, হাজী বিরিয়ানি হাউজকে ১০হাজার টাকা, নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা ও অশোক দধি ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামান জানান, যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর বিষয়টি তাদের নজরে আসে। এর ধারাবাহিকতায় তারা আজকে এই অভিযান পরিচালনা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]