রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
কুষ্টিয়ায় প্রার্থীর রান্না খাবার নিয়ে গেল বিজিবি
হাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ভোটারদের জন্য রান্না-বান্নার ব্যাপক আয়োজন করেছিল কুষ্টিয়া পৌরসভার এক কাউন্সিলর প্রার্থী। শনিবার সকাল থেকেই
শহরের বারখাদা কালিতলা একটি ভোট কেন্দ্রের পাশেই ৯ মন চাউলের বিরানী পাকাচ্ছিলো ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবি। গোস্ত, ডিম আর সবজীর সুগন্ধ ছড়াচ্ছিলো ভোটারদের চারিদিকে। ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিয়ে অনেকেই সেখানে এসে খাবার খেয়ে বের হচ্ছিলো। এ খাবার আয়োজন নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা হতে থাকে।
সংবাদ পেয়ে প্রশাসন সেখানে অবস্থান করে। নির্বাচনী নীতিমালা ভঙ্গের কারণে প্রায় আড়াই হাজার লোকের জন্য আয়োজিত খাবার জব্দ করেন।
বিজিবি সদস্যরা সেখান থেকে ৯ মন চাউলের ১০ ছচপেন বিরানী,ডিম,সবজী জব্দ করে নিয়ে যায়।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন্নাহারের জানান, বিষয়টি আমি জানতাম না, শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে সকাল থেকে পোলাও রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্নার কাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে সেখানে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০ পাতিল ও ১০০ প্যাকেট পোলাও। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.