কুষ্টিয়ায় আজ যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে সকাল ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে কুষ্টিয়া জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, রেড ক্রিসেন্ট সোসাইটি, গণপূর্ত বিভাগ, এলজিইডি অফিস, স্কুল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটি পালন করে। পরে সকাল ৯ টায় ডিসি কোর্ট চত্বরে অবস্থিত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আবার ঐতিহাসিক ৭ই মার্চ কে মনে রাখতে সন্ধার পর শুরু হয় আলোচনাসভা ও সাংস্কৃতি অনুষ্ঠান। কবিতা আবৃতি, শিশু-কিশোরদের নিত্য ও দেশের গান পরিবেশনের মধ্যেদিয়ে সাংস্কৃতি অনুষ্ঠান শেষ করেণ
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]