রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
কুষ্টিয়া-ঝিনাইদহবাসীর দুঃখ খুলনা-কুষ্টিয়া মহাসড়ক
মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ চীনের যেমন দুঃখ ছিল হোয়াংহো নদী ঠিক তেমনই ঝিনাইদহ-কুষ্টিয়াবাসীর দুঃখে পরিণত হয়েছে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক। এই মহাসড়কটি যুগের পর যুগ ধরে খানা-খন্দ আর গর্তে ভরা। সাধারণ মানুষরে অভিযোগ, মূলত ঝিনাইদহ-কুষ্টিয়া জেলার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দুর্ণীতি আর লুটপাটের কারণে এই মহাসড়ক টি বছরের পর বছর ভাঙ্গাচোরা আর খানা-খন্দে ভরা থাকে মাইলের পর মাইল। এই বিভাগের লুটেরা কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা আর লুটের কারণে সংস্কার,পূণ-সংস্কার টেকে না এক দেড় মাসও। অথচ বছরে মোটা অংকের সরকারী বরাদ্ধ থাকে এসব সংস্কারের জন্য। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ও একমাত্র মহাসড়ক হলেও স্থানীয় কর্মকর্তা-র্মচারীদের লুটপাটের কারণে বদনামের ভাগিদার হচ্ছে সরকার। গত ১ যুগে এ অঞ্চলে কর্মরত এই বিভাগের সম্পত্তি-সম্পদের হিসাব, তদন্ত আর অডিট যদি দায়িত্বশীলতার সাথে করা হয় তবে বের হবে থলের বিড়াল । যাত্রীবাহী যানবাহন, পণ্য পরিবহনের ভারী বাহন ছাড়াও এই মহাসড়ক ধরে খুলনা বিভাগ তথা দেশের শিক্ষার্থীরা প্রতিনিয়ত আসে ইসলামী বিশ্ব-বিদ্যালয়ে। চলে বিশ্ববিদ্যালয়ের শত শত গাড়ি। শিক্ষক-কর্মচারীদেরও ভরসা এই একমাত্র পথ। অথচ নিদারুণ অবহেলায় অতিষ্ঠ শিক্ষার্থী সহ খুলনা বিভাগের লক্ষ লক্ষ শ্রেণী-পেশার মানুষ ও জনগন। এই পথ ধরেই যাতায়ত করে ঢাকা-কলকাতার যাত্রীবাহী পরিবহন। দেশের উত্তরাঞ্চল আর দক্ষিণ অঞ্চলের যোগাযোগেরও একমাত্র রাস্তা এটি।এমন অবস্থায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবিতে ইবি শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। তাদের সাথে একত্বতা প্রকাশ করে স্থানীয় জনগন। শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎ পুলিশ হামলা করে বলে শিক্ষার্থীদের অভিযোগ। শিক্ষার্থীরা পুলিশি বাঁধা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান করে সড়ক সংস্কারের দাবি জানাতে থাকে। আন্দোলনরত ইবি শিক্ষাথীরা জানায়, তাদের অব্যাহত আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পুলিশ নত হয়, ক্ষমা চেয়ে নেয়। এছাড়া দাবি-দাওয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছে দেবার আশ্বাস দেয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয় যে তারা এই রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার জন্য দুই জেলা প্রশাসনের সাথে কাজ করবে। সেই প্রেক্ষিতে শিক্ষার্থীরা দীর্ঘ আড়াই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.