মিন্টু মিয়া রৌমারী প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ”পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৬ ই ফেব্রুয়ারী ২২ইং সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে রৌমারী সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রানিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনাব শেখ আবদুল্লাহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা এবং বিভিন্ন স্টল প্রদর্শন শেষে সমাপনী আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
এতে সভাপতিত্ত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রেজাউল ইসলাম মিনু, সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মোজাফ্ফর হোসেন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মাহমুদা আক্তার স্মৃতি ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, এম আর সাঈদ তদন্ত ওসি রৌমারী, মনির হোসেন উপজেলা সমন্বয়কারী, গণ উন্নয়ন কেন্দ্র, সুজাউল ইসলাম সুজা সভাপতি রৌমারী প্রেসক্লাব,আশরাফুল ইসলাম সহকারী অধ্যাপক ও দুগ্ধ খামারী, সাংবাদিক বিভিন্ন এলাকা তেকে আসা খামারীবৃন্দ। সভা সঞ্চালনা করেন ভেটেনারি সার্জন ডা স্বপন কুমার। মেলায় অংশ গ্রহনকারী উন্নত জাতের গরু, ছাগল ভেড়া,হাঁস মুরগি,কবুতর খরগোশ, খামারিদের মাঝে উপজেলা প্রাশাসনের পক্ষথেকে পুরস্কার বিতরণ করা হয়েছে।