মিন্টু মিয়া, রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ ‘ভূগর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাশেল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, ভেটেনারি সার্জন ডা. স্বপন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ওসি তদন্ত এমআর সাঈদ, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান মিয়া, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সমাজসেবা উপজেলা সুপার ভাইজার আব্দুল্লাহ হেল কাফী, একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন ও সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারি শিক্ষক মোয়াক্ষের আলম সোনা।