রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে দ্রুত ইমিগ্রেশন চালু হবে
ইউনুছ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে দ্রুত ইমিগ্রেশন চালুর বিষয়ে পদক্ষেপ নেয়া হবে জানিয়েছেন ভারতীয় সহকারি হাই কমিশনার সনজিব কুমার ভাট্টি। একই সাথে আমদানী-রপ্তানীতে যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি।শনিবার (২ এপ্রিল) দুপুরে সোনাহাট স্থলবন্দর প্রশাসনিক কার্যালয়ের হলরুমে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব আশ্বাস দেন সনজিব কুমার ভাট্টি।বন্দরটি দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি বলেন, ভারত-বাংলাদেশ অকৃতিম বন্ধু। সেজন্য দুই দেশের সীমান্তের সব বন্দরগুলোকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার।
বন্দরের স্থানীয় যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করছে।
সোনাহাট স্থলবন্দরের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েলের সভাপত্বিতে মতবিনিময় সভায় ভারতীয় সহকারী হাই কমিশনার সনজিব কুমার ভাট্টি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা, আমদানী-রপ্তানিকারক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা। পরে বন্দরের ভারত অংশে সমস্যা উল্লেখ করে স্মারকলিপি তুলে দেন ব্যবসায়ী নেতারা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.