রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
কুড়িগ্রামে ধরা পড়েছে ৫২ কেজি বাঘাইড় মাছ
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে কাকিনা বাজারে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।স্থানীয়রা জানান, কুড়িগ্রামের ধরলা নদীতে স্থানীয় জেলেদের জালে আটকা পড়েছে ৫২ কেজি ওজনের বাঘাইড় মাছটি । মাছটি বিক্রি করতে ওই জেলেরা লালমনিরহাটের কাকিনা বাজারে এলে উৎসুক জনতা ভিঁড় জমায়।মাছটি বিক্রিতে একক কোনো ক্রেতা না পেয়ে স্থানীয়দের অনুরোধে জেলেরা মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন। স্থানীয় ৫২ জন ক্রেতা ২৬ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।কাকিনা বাজারের ব্যবসায়ী মোস্তাফিজার রহমান বলেন, কুড়িগ্রামের জেলেরা মাছটি ধরলা নদী থেকে ধরে কাকিনা বাজারে বিক্রি করতে আসেন। এ সময় স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে ৫০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.