রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
কুড়িগ্রাম কারাগারে স্বজনদের জন্য বিশ্রামাগারের উদ্যোগ
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুড়িগ্রাম জেলা কারাগারের বন্দিদের স্বজনদের জন্য বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নিলেন জেল প্রশাসক রেজাউল করিম। রবিবার জেলা প্রশাসকের নির্দেশনায় উলিপুরের স্থানীয় এনজিও মহীদেব যুব সমাজ কল্যাণ সমিতির অর্থায়নে এবং কারা-কর্তৃপক্ষের সহায়তায় বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।জানা গেছে, জেলা কারাগারের কুড়িগ্রামের সামনে বন্দিদের আত্মীয়স্বজন তাদের নিতে বা দেখতে এসে কারাগারের সামনে এবং রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকেন। অপেক্ষারত বৃদ্ধ, মাঝবয়সী মহিলা ও শিশুসহ অনেককে স্বজনই শীত, গ্রীষ্মের প্রখর রোদে অথবা বর্ষায় কারাগারের মূল ফটকের সামনে ও রাস্তার ওপর দাঁড়িয়ে সময় অতিবাহিত করে। একদিকে এটি তাদের জন্য যেমন কষ্টকর অন্যদিকে অপমানজনক ও দৃষ্টিকটু।বিষয়টি জেলা প্রশাসক রেজাউল করিমের নজরে পড়লে তিনি সার্বিক অবস্থা অনুধাবন করে মানবিক দিক বিবেচনায় এ বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেন।
এছাড়াও কোভিড-১৯ পরিস্থিতিতে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.