রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ইউনুছ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :পবিত্র ঈদুল ফিতর এবং মহান মে দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে টানা নয় দিন বন্ধ থাকার পর পুনরায় আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।অাজ রোববার (৮ মে) সকাল ১০টার দিকে ভারত থেকে নয়টি পাথরবাহী ট্রাক আসার মাধ্যমে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মো. গিয়াস উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ১০টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর থেকে নয়টি পাথরবাহী ট্রাক আসার মাধ্যমে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, গত ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে অাজ থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে পুনরায় অামদানী-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.