দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ থালেদ আল-হামাদ আল-সাবাহ ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বন্ধু রাষ্ট্র কুয়েতে প্রচুর বাংলাদেশি কাজ করে। এ ছাড়া দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতাও রয়েছে বাংলাদেশের। এদিকে বাংলাদেশের উন্নয়নে সুইডেনও বিশেষ অবদান রেখে থাকে।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]