ফরিদপুর প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
করোনা মহামারির কারণে শ্রমিক সংকটের পাশাপাশি আর্থিক সংকটে পড়া দরিদ্র কৃষকদের ক্ষেতের ধান কেটে দিয়েছেন ফরিদপুর জেলা কৃষক লীগের নেতাকর্মীরা।৭ মে শুক্রবার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণের নেতৃত্বে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনয়নের মৃত বিষ্ণুপদ বিশ্বাসের ক্ষেতের ধান কেটে দেয়া হয়। বিষ্ণুপদ বিশ্বাস ছোট ছোট ছেলে মেয়ে রেখে দুই বছর আগে মারা যান। তার ছেলে মেয়ারা জমিতে ধান লাগাতে পারলেও অর্থের অভাবে শ্রমিক নিতে না পাড়ায় কাটতে পারছিল না ক্ষেতের পাকা ধান। জেলা কৃষকলীগ নেতা কর্মীরা তার এই জমি ছাড়াও রাসেল মোল্লা, ছিদ্দিক মোল্লা ও কুদ্দুস মোল্লার এক বিঘার বেশি জমির ধান কেটে দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, দপ্তর সম্পাদক সু্জিত রায়, জেলা পরিষদ সদস্য কৃষক লীগ নেতা মোঃ আকতারুজ্জামান, ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি পারভেজ মোল্লা প্রমুখ।এ্যাডঃ লক্ষণ জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতির সার্বিক তত্বাবধানে ফরিদপুর জেলা কৃষকলীগ বিগত দিনের মত এ বছরও দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে দিচ্ছে। করোনা মহামারিতে কৃষকের আর্থেক সংকটের পাশাপাশি শ্রমিক সংকটে পাকা ধান কাটতে পারছেনা। ফরিদপুরের যেকোন উপজেলার দরিদ্র কৃষক আমাদের জানালে আমরা তার জমির ধান কেটে দিবো। ফরিদপুর জেলা কৃষকলীগ এ সকল কৃষকের পাশে অতিতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কৃষক লীগ সব সময় সাধারণ কৃষকদের পাশে রয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
৫ views