মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের, খরুরিয়া হতে দেবীপুর যাওয়ার জন্য জনসাধারনের চলাচলের সুবিধার্থে বৈরান নদীর উপর, টাঙ্গাইল ২ (গোপালপুর, ভুঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনিরের নিজস্ব অর্থায়নে ১৬০ফুট কাঠের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার সকাল ১০টায় সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করেন গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও এজিএস, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মারুফ হাসান (জামী) এসময় তার সাথে ছিলেন নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ শাহ আলম (মাস্টার) অত্র ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জুলহাস উদ্দিন, মোঃ উজ্জ্বল মিয়া, গোলাপ হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ আকন্দ,গোপালপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম সিয়াম, অত্র ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আওলাদ ইবনে মনির সহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ ।
সরেজমিন ঘুরে জানা যায়, নগদা শিমলা, ধোপাকান্দি ও মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৮/১০টি গ্রামের কৃষক ও জনসাধারণের চলাচলের জন্য এই সাঁকোটি অতি গুরুত্বপূর্ণ, খরুরিয়া সহ আশেপাশে কয়েকটি গ্রামের কৃষক ও জনসাধারন দীর্ঘদিন ধরে অত্র স্থানে কাঠের সাকো নির্মাণের দাবি জানিয়ে আসছে ।
আলহাজ্ব মারুফ হাসান (জামী)বলেনঃ জাতীয় সংসদ সদস্য ছোট মনির মহোদয়ের নিজস্ব অর্থায়নে এই গুরুত্বপূর্ণ সাঁকোটি নির্মাণ করা হচ্ছে, আগামী সাতদিনের মধ্যে উক্ত সাঁকো নির্মাণ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে । এই সাঁকো নির্মাণের মাধ্যমে অনেকের দুর্ভোগ লাঘব হবে ।
উল্লেখ্য, আলহাজ্ব মারুফ হাসান (জামী) আগামী ইউপি নির্বাচনে নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]