কৃষক বাঁচাতে সারের বর্ধিত মূল্য কমানো এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।প্রতি কেজি ইউরিয়া সারের দাম ৬ টাকা বাড়ানোর প্রতিবাদ করে সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি ডা. এম এ সামাদ। তিনি বলেন, সরকার হঠাৎ করেই কেজিপ্রতি ৬ টাকা করে ইউরিয়া সারের দাম বাড়িয়েছে। এর ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে। এ যেন কৃষকদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। অবিলম্বে বর্ধিত মূল্য কমানোর দাবি জানান তিনি। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির কারণে লোডশেডিং বলে উল্লেখ করেন সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান। তিনি বলেন, পানি, গ্যাস ও বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি চলছে। অবিলম্বে বর্ধিত সারের মূল্য প্রত্যাহার ও দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে সরকারকে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]