অনলাইন ডেস্ক
কৃষ্ণ গহ্বর (ব্লাক হোল) অনুধাবনে সহায়তা করার গবেষণার জন্য এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন রজার পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং এন্ড্রু গেজ।
মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নাম ঘোষণা করা হয়।
২০১৯ সালে মহাবিশ্ব নিয়ে ‘যুগান্তকারী’ আবিষ্কারের জন্য তিনজনকে নোবেল প্রদান করা হয়। তারা হলেন, জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ।
এর আগে সোমবার চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন।
হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারা হলেন, হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম. রাইস।
বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এম এ হালিম
এম এ হালিম
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]