জেমস আব্দুর রহিম রানা যশোর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কেশবপুরে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্যা শিশুদের সমসুযোগ, সম-অধিকার, নিজের জীবন পরিবর্তনে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার প্রত্যয়ে রবিবার সকালে উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে “গালর্স টেকওভার” বাস্তবায়ন করা হয়। উপজেলো ভাইচ চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক একটা ঘোষনা পত্র পাঠ করে তিনি এনসিটিএফ সভাপতি পিয়া দাসের উপর উপজেলা ভাইচ চেয়ারম্যান পদে ১ ঘন্টার জন্য দায়িত্ব হস্তাস্তর করেন। এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষষয়ক অফিসার রুপালী রানী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সাত্তার, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ড, উপজেলা তথ্য সেবা অফিসার আফসানা আফিয়া, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস আর সাঈদ, নারী গণমাধ্যম কর্মী নারগিস সুলতানা, সমাধান সংস্থার কর্মসুচি সমন্বয়ক মুনুসুর আলী কপোতাক্ষ মহিলা সংস্থা ও সিএসও কমিটির সভাপতি সুফিয়া পারভিন শিখা, এনসিটিএফ শিশু ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। গালর্স টেকওভার প্রোগ্রামে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আসীন থাকা অবস্থায় পিয়া দাস তার স্বপ্ন, আশা আংঙ্খার কথা উপস্থিত সুধীজনের সম্মুখে বিভিন্ন প্রশ্নোত্তর এর মধ্য দিয়ে তিনি ব্যক্ত করেন। তাছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যানের পদে দায়িত্ব পালনের অনুভুতি দৃঢ় কন্ঠে বক্তব্যের মধ্যে দিয়ে ভাইস চেয়ারম্যান পিয়া দাস উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন নারী এবং কন্যা শিশুরা নেতৃত্ব এবং ক্ষমতায়নের যদি সামাজিক অবস্থা এবং অবস্থানের ইতিবাচক পরিবেশ পাই তাহলে, গোটা পৃথিবী বদলে দেওয়ার সক্ষমতা রাখে বা আমরা রাখি। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নারী, মাননীয় স্পিকার নারী, বিরোধী দলীয় নেতা নারী তাহলে আমরাও এগিয়ে যাবো এই স্বপ্নে গড়া হোক আমাদের ভবিষ্যৎ । গালর্স টেকওভারে প্রোগ্রামটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস এবং স্বেচ্ছাসেবক মিনা দাস।
৬ views