ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরের ককেশবপুরে করোনা ভাইরাসের পজেটিব সংখ্যা দদিন দদিন বৃদ্ধি পাওয়ার ফলে আজ কেশবপুরে ১২ জন করোনা পজেটিব ধরা পপড়েছে। করোনা প্রাদুর্ভাব এ থমকে যাওয়া বিশ্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আমরা যখন ব্যস্ত, তখন প্রতিদিনই কেশবপুরে নকুন নতুন রুগী পাওযা যাচ্ছে। যশোরের কেশবপুরে নতুন আজও প্রথম আলোর সাংবাদিকসহ ১২ জন করোনা পজেটিভ পাওয়া গিয়েছে শনাক্ত ব্যক্তিরা বর্গরা হলেন,কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেনের সহধর্মিনী আইরিন হোসেন ৫২,বসুন্দিয়া গ্রামের অগ্নিশিখার মল্লিক ৪০,বায়সা গ্রামে শাহিদুজ্জামান ৩৫,ভগবতী গ্রামে তাহেরা আক্তার ৩৫,প্রতাপপুর গ্রামের স্বপন কুমার দাস ৫০,বেগম পুর গ্রামের তাহেরা ২১,নুরজাহান৬০,শ্রীপুর গ্রামের নাহিদুজ্জামান ২৪,সাহাপাড়ার আকাশ সাহা ২২,ব্যাসডাঙ্গা গ্রামের মিজানুর রহমান ৫৮,কেশবপুর সাহাপাড়ার বিকাশ চন্দ্র অধিকারী ৫০ পপি অধিকারী ৪০করোনা পজেটিভ হয়েছেন মোট ৬ জনের তথ্য জানা যায়।কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর বলেন,কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেনের সহধর্মিনী আইরিন হোসেন ৫২,বসুন্দিয়া গ্রামের অগ্নিশিখার মল্লিক ৪০,বায়সা গ্রামে শাহিদুজ্জামান ৩৫,ভগোতী গ্রামে তাহেরা আক্তার ৩৫,প্রতাপপুর গ্রামের স্বপন কুমার দাস ৫০,বেগমপুর গ্রামের তাহেরা ২১,নুরজাহান৬০,শ্রীপুর গ্রামের নাহিদুজ্জামান ২৪,সাহাপাড়ার আকাশ সাহা ২২,ব্যাসডাঙ্গা গ্রামের মিজানুর রহমান ৫৮,কেশবপুর সাহাপাড়ার বিকাশ চন্দ্র অধিকারী ৫০ পপি অধিকারী ৪০ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করে দেওয়া হয়েছে।
৪ views