ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোরের কেশবপুরে আজ মঙ্গলবার সকালে জিংধান চাষ করি’ সুস্থ্যসবল জাতি গড়ী এই প্রতিবাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলা মিলতায়নে যশোর রুপদীয়া আলী সিড ফার্মের আয়োজনে মানবদেহে জিংককের গুরুত্ব-প্রয়োজনীয়তা সম্পর্কে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলী সিড ফার্মের মার্কেট সিস্টেম ম্যানেজার (ইউএস এইড এর আর ডিসি এ্যাক্্ভিটি এসিডি আই/ডোকা) এ.কে এম ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও আলী সিড ফার্মের সত্যাধিকারী শাহনেওয়াজ আলী প্রমুখ।উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২শ কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, বি.সি. আইসি/টিসিবি ডিলার মোঃ আব্দুল ওয়াদুদ।
৬ views