আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ১শ ৮৪ টি ভূমিহীন পরিবার।কেশবপুর উপজেলা প্রকল্প কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে গত ২ টি অর্থবছরে কেশবপুর উপজেলায় প্রধান মন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ১শ ৮৪ ভূমিহীন পরিবার। এরমধ্যে ২০২০-২১ অর্থবছরে ১শ ১০ ভূমিহীন পরিবার ও ২০২১-২২ অর্থবছরে ৭৪ ভূমিহীন পরিবার ঘর পেয়েছে। এরমধ্যে উপজেলার উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে ১০ টি ভূমিহীন পরিবার, সাগরদাঁড়ি ইউনিয়নে ২৫ টি ভূমিহীন পরিবার, মজিতপুর ইউনিয়নে ১১ টি ভূমিহীন পরিবার, বিদ্যানন্দকাটি ইউনিয়নে ২৪ টি ভূমিহীন পরিবার, মঙ্গলকোট ইউনিয়নে ২০ টি ভূমিহীন পরিবার, কেশবপুর সদর ইউনিয়নে ০৫ টি ভূমিহীন পরিবার, পাঁজিয়া ইউনিয়নে ৬৩ টি ভূমিহীন পরিবার, সুফলাকাটী ইউনিয়নে ২১ টি ভূমিহীন পরিবার, ও সাতবাড়িয়া ইউনিয়নে ০৫ টি ভূমিহীন পরিবার বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহারের ২০২০-২১ অর্থবছরে ১শ ১০ ভূমিহীন পরিবার ও ২০২১-২২ অর্থবছরে ৭৪ ভূমিহীন পরিবার ঘর পেয়েছে।কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন জানান এখনো উপজেলায় যে সকল ইউনিয়নে সরকারের খাস খতিয়ানের জমি পাওয়া যাবে সেই সমস্থ জমিতে ভূমিহীন পরিবারের জন্য ঘর তৈরী করে বরাদ্ধ দেওয়া হবে।