রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণি:
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭)-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে বুধবার সকালে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে প্রধান অতিথি হিসাবে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর রবিউল ইসলাম কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইদুল ইসলাম। উদ্বোধনী খেলায় পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে সাগরদাঁড়ী ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে এবং অপর খেলায় সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রইব্রেকারে ২-০ গোলে ত্রিমোহিনী ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলায় ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম ও কামরুজ্জামান বুলু
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.