রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক প্রশিক্ষণ
কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরিাধ, ইফটিজিং প্রতিরোধ ও কৈশরকালীন স্বাস্থ্য সচেতনামূলক প্রশিক্ষণ বুধবার ১ জুন বিকালে উপজেলার মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র চন্দ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বজলুর রহমান। এসময় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ১ শত জন ছাত্রীর মাঝে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.