ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুর মাছ বাজারে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির গোলপাতা নামক ৩২ কেজি ওজনের মাছের দেখা। মাছ দেখার জন্য জনতার উৎসুখ ভিড়।
মাছ বাজারের চালানি (পাইকাারী) নুরু ব্যাপারী মাছটি ক্রয় করেছেন ঢাকাতে পাঠানোর জন্য মাছটি মোংলার পোট হতে এখানে আনা হয়েছে বিক্রয় করার জন্য। মাছটি মাহাবুব আড়তদারের আড়তে আসে আসার পরে পাইকার রা দাম তুলতে থাকেন শেষপর্যন্ত প্রতি কেজ মাছের মুল্য পড়ে ১৪৬ টাকা । মোট মাছটির দাম হয়েছে ৪৬৭২/ টাকা মাছটি দেখার জন্য আশপাশ থেকে দলে দলে লোক দেখতে আসে। আনেকে গোলপাতা মাছটি আগে কোনদিন দেখেনাই তাই দেখার ইচ্ছা নিয়ে দেখতে আসছে। গোলপাতা মাছ নিয়ে কেশবপুরের মতস্য অফিসার সজিব সাহা বলেন এই ধরনের মাছ সাগরে পাওয়া যায়। এটি কোন মিঠা পানির মাছ নয় এটি সাগরের মাছ হবে।
১৫ views