রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
কেশবপুরে লোকের নিজ উদ্দেগে রাস্তা সংস্কার
ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুরের চালিতাবাড়িয়াগ্রামের রাস্তার অবস্হা চলাচলের অনুপযোগীহওয়ার কারনে গ্রামের লোকজন সরকারী কোন সহয়াতা না পাওয়ার কারনে গ্রামের জনগনমিলে নিজ উদ্দোগে টাকা সংগ্রহ করে রাস্তা মেরামত করেন। চালিতাবাড়িয়া উত্তর পাড়ার এই রাস্তা কমপক্ষে ২০ বছর গতহতে গেল কোন প্রকার সংস্কার করে নাই কোন মেম্বর বা চেয়্যারমান। কারন হিসাবে জানাযায় এইগ্রামে কোন মেম্বর বা জনপ্রতিনিধি না থাকায় কোনপ্রকার কাজহয় না এই গ্রমের লোকজন বলেন চালিতাবাড়িয়া গ্রামের লোকজন শিক্ষিত হওয়ার কারনে চেয়্যারমান ও মেম্বার গনকে তেল মারতে না পারার কারনে গ্রামের উন্নয় মুলক কোন কাজকর্ম হয় না। এই গ্রামে। দুইজন সচিব পদমর্যাদা সম্পন্ন ব্যাক্তি আছেন এবং আর্মিতে আছেন চার জন পুলিশে আছেন একজন প্রভাসক আছেন, ডাঃ আছেন দুইজন মাষ্টার আছেন চারজন পোষ্টমাষ্টার আছেন এবং ব্যাবসাহি আছেন অনেকে। এছাড়া এই গ্রামের পার্শ্বের গ্রাম জাহানপুর, শ্রীরামপুর, দোরমুটিয়া,ভাল্লুকঘর গ্রামের দিকে তাকালে দেখাযায় ইটের সলিং রাস্তাছাড়া কাচাকেন রাস্তা পাওয়া যাবেনা কিন্তু চালিতাবাড়িয়া গ্রামের রাস্তায় কোন প্রকার ইট তে দুরের কথা কোথাও মাটি পড়ে নাই। শ্বপন মাষ্টার বলেন এই গ্রামে কোন কাজ হয়না। প্রভাসক জিএম ইস্রাফিল বলেন আমাদের এই গ্রামের রাস্তাঘাটকোন উন্নয়ন কুলক কাজ হয়না। তাহার কারনে গ্র্মের লোকজন কিছু টাকা পয়সা দিয়ে নিজেরাই রাস্তাঘাট সংকস্কার করেন।অন্য গ্রামের ন্যায় এইগ্রামে সরকারী উন্নয়ন মুলক কাজকর্ম চোখেপড়েনাই। এইগ্রামটি অবহেলিত হওয়ার কারনে গ্রামের লোকজন মেম্বর ও চেয়্যারমান দের কোনপ্রকার ভোটদানের উংসাহ হারিয়ে ফেলছে। কোন মসজিদ,মন্দিরে কোন সংকস্কার মুলক কাজের টাকা পাওয়া যায় না এই গ্রামের ভোটার সংখা প্রায় ৬০০ শতাধিক কিন্তু এইগ্রামের সাথে দত্তনগর হ্রাম একই ওয়ার্ড হওয়ার কারনে মেম্বর সাত্তার নিজ গ্রামে কাজকরে থাকেন। এই গ্রামের লোকজন সরকারের দৃষ্টি পড়ার জন্যা সরকারের প্রতি আকুল আবেদন করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.