রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
কেশবপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু
ঝন্টু কেশবপুর যশোরপ্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরেন কেশবপুরে সাপের কামড়ে ইজাহার আলী গাজী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুরখালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইফাজতুল্যা গাজীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়। রবিবার রাতে ইজাহার আলী গাজী বসত ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোর ৪ ঘটিকার দিয়ে প্রকৃতির ডাকে দেওয়ায় ঘরের ববাহিরে যান বাহিরের কাজ শেষে ফিরে বারান্দায় উঠলে তার পায়ে বিষধর জাতিসাপ(গোখরো) সাপে কামড় দেয় (দংশন করে)।তাঁর চিৎকারে পরিবারের লোকজন দ্রুত বদ্ধকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় মেডিকেলে যাওয়ার প্রতিমধ্যে আজ সোমবার তার মৃত্যু হয়।মৃত ইজাহার আলী গাজীর ছেলে আদর আলী বলেন, গোখরো সাপটিকে কালাবৃদ্ধ করে রাখার পর মারা গেছে। সাপটিকেও মাটি চাপা দেওয়া হবে।এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসানুল মিজান রুমি বলেন, ইজাহার আলী গাজীকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.