সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি (বগুড়া):গুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বার বলেন, যমুনার চরাঞ্চলের মানুষ খুবই শান্তি প্রিয়,নিরপরাধ কোন লোক হয়রানীর শিকার হবেনা। কেহ অশান্তি সৃষ্টি করলে তাকে ছাড় দেয়া হবেনা। মাদক ব্যবসায়ী,চাঁদাবাজ,সন্ত্রাসী,জঙ্গীবাদ,জুয়াড়–দের বিরুদ্ধে সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলে সকল অপরাধ নির্মুল করতে হবে। চরাঞ্চলে পুলিশিং সেবা আরো তরান্বিত করতে যমুনার চরে পুলিশ ফাঁড়ি স্থাপন করার উদ্যোগ নেয়া হবে ।সোমবার সকালে কাজলা ইউনিয়নের টেংরাকুড়া বাজারে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ । সারিয়াকান্দি থানা ও কাজলা ইউনিয়ন বাসীর আয়োজনে উক্ত বিট পুলিশিং সভার সভাপতিত্ব করেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী । সারিয়াকান্দি থানার এস আই তপন কুমার ঘোষের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,মাদারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদ মোশাররফ, জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রিপন, কাজলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ তাজুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক শাজাহান মোল্যা, চালুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]