রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
কোটচাঁদপুরে কৃত্তিম পা নিয়ে সংসার চালাচ্ছে হাসেম আলী
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৪নং বলুহর ইউনিয়নের রাজাপুর গ্রামের সৈয়দ বেপারীর ছেলে হাসেম আলী (৪০)কৃত্রিম পা ভ্যান চালিয়ে তার পরিবার রুজি-রুটির ব্যবস্থা করছেন।একটি পা নেই প্লাস্টিক পা লাগিয়ে প্রতিদিন এক থেকে দেড়শ টাকা আয় করেন তার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন, তিনি বলেন ১০০ টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাবো যেখানে এক কেজি চালের দাম ৫০থেকে ৭০ টাকা এক কেজি তেলের দাম ১৫০ টাকা আমি আমার পরিবার-পরিজন নিয়ে খুব দুঃখে কষ্টে জীবন যাপন করছি তার উপরে মরার উপর মহামারী করোনাভাইরাস এর জন্য আরও ভাড়া নেই সবমিলিয়ে আমি যেন একটি দিশেহারা হয়ে পড়েছি তাই তিনি জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, তিনি বলেন এই মহামারী সময় আমাকে যদি একটু সাহায্য করা হয় তাহলে আমি আমার পরিবার পরিজন নিয়ে দু'বেলা দু'মুঠো খেয়ে পরে বাঁচতে পারবো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.