মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২নং দোড়া ইউনিয়নের শিবনগর গ্রামে বৃক্ষ রোপন কর্মসূচির লক্ষে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান রাইয়ান জৈব-কৃষি প্রকল্পের চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃক্ষ রোপন করেন অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম। বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোহাসিন আলী, বিশিষ্ট কৃষিবিদ আতাউর রহমান বাবলু,এবং প্রকল্প পরিচালক, রাইয়ান জৈব-কৃষি প্রকল্পের পরিচালক ডঃ নজরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরদার, বলুহর বাওড় হ্যাচারী ম্যানেজার আশরাফুল ইসলাম সহ স্থানীয় সুধীজন ও এলাকাবাসী।এ বিষয়ে রাইয়ান জৈব-কৃষি প্রকল্পের পরিচালক ডঃ নজরুল ইসলাম বলেন, মানুষের স্বাস্থ্য এবং মাটি ও পরিবেশ সুরক্ষায় নিরাপদ খাদ্যের বিকল্প নেই। রাইয়ান জৈব কৃষি প্রকল্পে উৎপাদিত ফসল মানুষকে যেমন নিরাপদে রাখবে তেমনি মাটি ও পরিবেশকেও সুস্থ রাখবে।
২১ views