রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
কোটালীপাড়ায় ৩ ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন
মো: হোসেন আলী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কাঁচি কাঠা গ্রামে তিন ফসলি কৃষি জমিতে মাছের ঘের তৈরী করছে এলাকার প্রভাবশালীরা। এতে আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে কৃষি জমি। আইনের তোয়াক্কা করছে না এসব প্রভাবশালী। এরই জেরে বুধবার সকালে ব্যানার হাতে নিজেদের তিন ফসলি জমি রক্ষায় মানববন্ধন করেছে জমির মালিকগন ও সাধারণ চাষীরা।
এসময় তারা অভিযোগ তুলে বলে, এলাকার একটি প্রভাবশালী মহল প্রায় ৩৫০ বিঘে জমি নিয়ে একটি মাছের ঘের তৈরী করতেছে৷ আমাদের এই জমিতে দুই ফসল আবার তিন ফসলও উৎপাদন করা যায়। মাছের ঘের হলে আমরা সাধারণ চাষীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবো। এছাড়াও বর্ষার মৌসুমে অনেক অসহায় মানুষ এই বিলের থেকে দেশীয় মাছ ঘরে জীবিকা নির্বাহ করে। গবাদি পশুর খাদ্যও আমরা এই জমি থেকে সংগ্রহ করি। তাছাড়াও এই ঘেরের মধ্যে আমাদের অনেক বাড়িঘর রয়েছে এখানে মাছ চাষ করলে বাড়ির পাড় মাছে খেয়ে ঘরগুলোকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে৷
মানববন্ধনে বক্তব্য রাখেন কাদের মোল্লা, গনি মোল্লা, দশরথ বিশ্বাস, মিন্টু শিকদার এসময় তারা তিন ফসলি জমি কেটে ঘের কাটা বন্ধ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.