কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। এস্তাদিও ন্যাসিওনাল দ্যো ব্রাসিলিয়ায় ম্যাচ শুরু হবে বুধবার ভোর ৭টায়।
জাতীয় দলের জার্সিতে বড় কোনো শিরোপা জয়ের খুব কাছে আবারও লিওনেল মেসি। আর দুই ম্যাচের দূরত্ব অতিক্রম করা গেলেই নিন্দুকদের ভিক্টোরি চিহ্ন দেখাবে মেসি ভক্তরা।
নামে, ভারে, পরিসংখ্যানে কলম্বিয়ার চেয়ে ঢের এগিয়ে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় আর্জেন্টাইনদের রাজত্ব কেবল উরুগুয়ের পেছনে। ১৪ বারের চ্যাম্পিয়ন দলটা। এবারের আসরে গ্রুপ পর্বে সাত গোলের বিপরীতে মাত্র দুই গোল হজম করেছে আর্জেন্টাইনরা।
কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে সেমিফাইনালে নাম লেখায় আর্জেন্টিনা। লিওনেল মেসি, রদ্রিগো, লাউতারো মার্টিনেজ, ডি মারিয়ারা রয়েছেন দুর্দান্ত ফর্মে। লিওনেল স্কালোনির ছেলেদের চোখ শিরোপায়, তাই দূরত্ব কেবল দুই ম্যাচ জয়ের।
আগের ম্যাচেই লাতিন আমেরিকান ফুটবলে জাতীয় দলের জার্সিতে ৭৬ গোল করেছেন লিওনেল মেসি। আর মাত্র এক গোল হলেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করবেন ফুটবলের ম্যাজিকবয়। ইনজুরি টেনশন নেই লিওনেল স্কালোনির। আতালান্তার সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোকে রাখা হতে পারে সাইডলাইনে।
অন্যদিকে, গ্রুপ পর্বে টেনে টুনে পাশের মতো করে কোয়ার্টারে ওঠে কলম্বিয়ানরা। সেরা আটে উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জেতে দ্য ট্রাইকালারস।
একবারের চ্যাম্পিয়ন হলেও আর্জেন্টিনাকে রুখে দেয়ার প্রস্তুতি রেইনালডো রুয়েদার ছেলেদের। কলম্বিয়ান তারকা মোরেনো, উরিবের ইনজুরি টেনশন বাড়িয়েছে দলইর।
দুদলের চল্লিশবারের দেখায়ও স্পষ্ট এগিয়ে থাকা আর্জেন্টিনা জিতেছে ২৩ বার। বিপরীতে ৯ জয় কলম্বিয়ার। বাকি আট ম্যাচ শেষ হয়েছে ড্রতে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]