নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শুক্রবার (২৭ আগস্ট) থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। যদিও প্রথমদিনের অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান।
যদিও শনিবার থেকে অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত ২৪ আগস্ট দিবাগত রাতে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার। মূলত ৭২ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় প্রথম দিনের অনুশীলনে ফিরতে পারেননি তিনি। এর ফলে শুক্রবার সাকিবকে ছাড়াই বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেয়।
শনিবার বেলা ২টায় শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। সতীর্থরা যখন গা গরম করছেন সাকিব তখন ব্যাট প্যাড নিয়ে চলে যান ইনডোরে নেট অনুশীলনে। বাংলাদেশের ১৯ সদস্যের স্কোয়াডের সঙ্গে আছেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। মূলত ব্যাটসম্যানদের নেটে বোলিং করতেই তাদের সঙ্গে রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পেছনে দারুণ অবদান রেখেছিলেন সাকিব। তিনি ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন পুরো সিরিজ জুড়ে। ব্যাট হাতে ১১৪ রানের পাশাপাশি ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এর ফলে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন এই অলরাউন্ডার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]